কলকাতা ব্যুরো : সুদীপ সরকার বিএসএফের কনস্টেবল। গতকাল কাশ্মীরের কুপওয়া সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় দায়িত্বে ছিলেন তিনি। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বেশ কয়েকজন পাক জঙ্গী ঢুকে পড়ার চেষ্টা করেন ভারতের সীমান্তে। তাদের চেষ্টা ব্যর্থ করতে বিএসএফের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। লড়াইতে গুরুতর আহত হন সুদীপ। নিজের জীবন বিপন্ন করে সংঘর্ষ স্থল থেকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান তিনি। তিন ঘন্টা পর তিন জঙ্গি নিহত হয়। কিন্তু তার মধ্যেই প্রাণ হারান বিএসএফের বাঙালি কনস্টেবল সুদীপ সরকার।

কিছুদিন আগে পাঞ্জাব থেকে সুদীপ বদলি হয়ে এসেছিলেন শ্রীনগরে। আজ সকালে সেখান থেকে ত্রিপুরায় ফোন করে বিএসএফের আধিকারিকরা জানিয়েছেন গত রাতে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন সুদীপ। ত্রিপুরার ধলেশ্বরের বাসিন্দা তিনি। স্ত্রী এবং দুই মেয়ে কোচবিহারের রয়েছেন। সুদীপ নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ত্রিপুরা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট করে লিখেছেন বীরযোদ্ধা সুদীপ সরকার আমাদের রাজ্য ও দেশের গর্ব। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি শহীদ হয়েছেন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি । আগামী কাল সুদীপের মৃতদেহ আনা হবে আগরতলায়।

Share.
Leave A Reply

Exit mobile version