এক নজরে

#SudipRoyBurman: আগরতলায় ভয়াবহ হামলার শিকার সুদীপ রায় বর্মন, ভর্তি হাসপাতালে

By admin

June 20, 2022

কলকাতা ব্যুরো: রবিবার মধ্যরাতে ভয়াবহ হামলার শিকার হলেন ৬ আগরতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার রাত বারোটার পর বিধায়ক আবাসন থেকে কিছুটা দূরে অভয়নগর বাজারে প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মনের উপর দুষ্কৃতীকারীরা হামলা করে বলে অভিযোগ। দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত হন তিনি।

গুরুতর আহত অবস্থায় তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অভয়নগর বাজারে প্রথমে হামলা হয় সুদীপ রায় বর্মনের কাছের লোক হিসেবে পরিচিত বাপি গোস্বামীর উপর।

সেই হামলার খবর পেয়ে সুদীপ রায় বর্মন ছুটে যান ঘটনাস্থলে বাপিকে রক্ষার জন্য। তখনই অভয়নগর বাজারে তাঁর উপর ইট এবং লাঠিসোটা নিয়ে হামলে পড়ে দুষ্কৃতীকারীরা। পরে এলাকার লোকজন প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, বর্তমান কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান বলে স্থানীয় এক যুব কংগ্রেস নেতা জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে।