কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে বেশিরভাগ সময়ে হাতির জঙ্গল থেকে বেরিয়ে পড়ার দৃশ্য আমরা প্রায়শই দেখতে পাই। রাস্তা, গ্রামের পাশাপাশি রেললাইনেও দেখা যায় হাতিদের যাতায়াত। বেশিরভাগ সময়ই খবরে উঠে আসে রেললাইনে হাতি মৃত্যুর খবর। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক খুশির ভিডিও।
সম্প্রতি উত্তরবঙ্গের একটি রেললাইনে দেখা মেলে একটি হাতির। দূর থেকেই চালকের নজরে পড়ে সে। তাই আগেভাগেই গতিকে নিয়ন্ত্রণে করেন সেই চালক। যার ফলস্বরূপ তিনি হাতিটিকে বাঁচাতে সক্ষম হন। আর এই ভিডিয়োই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার নাগরাকাটা-চালসার মধ্যে ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ট্রেনটি গতি থামালে হাতিটি আস্তে আস্তে রেললাইন থেকে সরে জঙ্গলের মধ্যে প্রবেশ করে।
জানা গিয়েছে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস স্পেশাল বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে আসছিল। ট্রেনের পাইলট হাতিটিকে লক্ষ্য করে এমার্জেন্সি ব্রেক প্রয়োগ করেন এবং যার ফলে তাঁরা হাতিটিকে বাঁচাতে সক্ষম হন। ভিডিয়োটি ট্যুইটারে পোস্ট করা মাত্রই ৩ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। নেটিজেনরাও প্রশংসা করেছেন ওই ট্রেনের পাইলটদের।