কলকাতা ব্যুরো: ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে চিন্তিত সব দেশ। প্রার্থনা একটাই যত তাড়াতাড়ি হোক এই যুদ্ধের অবসান হোক। যত দ্রুত সম্ভব রাশিয়া ফিরিয়ে নিক তাদের সৈন্য। এই দাবিতেই শনিবার শান্তি মিছল দেখা গেলো শহরের বিভিন্ন জায়গায়। শনিবার দুপুরে এসইউসিআই-এর তরফ থেকে শান্তি মিছিল দেখা যায়। বহু মানুষ এই মিছিলে যোগ দেন। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুশপুতুল পর্যন্ত জ্বালানো হয় রাস্তায়। এদিনের এই মিছিলে তাদের দাবি ছিল, ইউক্রেনে রুশ সামরিক অভিযান বন্ধ করতে হবে। সাম্রাজ্যবাদী যুদ্ধজোট ন্যাটো ভাঙতে হবে।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন এসইউসিআই এর জেলা সম্পাদক সুব্রত গৌরী। তিনি এ প্রসঙ্গে দাবি জানান, রাশিয়া যেভাবে ইউক্রেনে সাধারণ মানুষের উপর সাম্রাজ্যবাদী হামলা করেছে, তার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। যেভাবে ইউক্রেনের উপর দখলদারির চেষ্টা করা হচ্ছে তাতে আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ইউক্রেনের সাধারণ মানুষ।
তিনি আরও জানান, অবিলম্বে রাশিয়াকে ইউক্রেন থেকে তাঁর সৈন্য বাহিনী প্রত্যাহার করতে হবে। ইউক্রেনকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদী দুই জোটের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে, সেটা বন্ধ করতে হবে। ইউক্রেন সহ অন্যান্য স্বাধীন দেশের আভ্যন্তরীন ব্যাপারে যে কোনও বিদেশী শক্তির হস্তক্ষেপ বন্ধ করা উচিত। এই দাবিতেই শনিবারের মিছিল। তবে শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এসইউসিআই এর তরফ থেকে এই একই দাবি তুলে মিছিল করা হয় বলে জানান এসইউসিআই এর জেলা সম্পাদক।
পাশাপাশি এদিন রাশিয়া ইউক্রেন ইস্যুতে পথে নামে মহিলা তৃণমূলও। হাজরা থেকে মেয়ো রোড অবধি মিছিল করেন তৃণমূলের মহিলা ব্রিগেডের সদস্যারা। মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ মালা রায়। তাঁদের দাবি অবিলম্বে ইউক্রেনে আটকে থাকা বাঙালি সহ সমস্ত ভারতীয়দের দ্রুত ফিরিয়া আনতে হবে। পাশাপাশি যুদ্ধ নয় শান্তির বার্তাও দেন তাঁরা।