এক নজরে

Narendra modi: অসাধ্য সাধন করতে পারে ভারত, ১০০ কোটি টিকাই তার প্রমাণ

By admin

October 24, 2021

কলকাতা ব্যুরো: কোভিডের ভয়াবহতা কাটিয়ে ১০০ কোটি টিকার লক্ষ্যমাত্রা পূরণ করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানেও উঠে এল সেই প্রসঙ্গ। মোদীর মতে, একযোগে চেষ্টা করলে ভারতের মধ্যে অসাধ্য সাধনের সম্ভাবনা রয়েছে।

রবিবার ‘মন কি বাত’-এর ৮২তম পর্বে ১০০ কোটি টিকা দেওয়ার ‘সাফল্য’ তুলে ধরেন মোদী৷ তিনি বলেন, আমাদের টিকাকরণ প্রকল্পের এই সাফল্যই বলে দিচ্ছে, ভারতের কতটা ক্ষমতা। বোঝা গিয়েছে, একযোগে চেষ্টা করলে অসাধ্য সাধন করতে পারে ভারত৷

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ এবং দেশের মানুষ কী ক্ষমতা ধরেন, তা আমি খুব ভাল করেই জানি ৷ জানতাম দেশের মানুষের টিকাকরণে আমাদের স্বাস্থ্যকর্মীরা চেষ্টায় কোনও ত্রুটি রাখবেন না ৷

গত বৃহস্পতিবার ১০০ কোটি টিকার লক্ষ্যমাত্রা ছোঁয় ভারত। তবে ১০০ কোটি টিকা দেওয়া হলেও, সবমিলিয়ে দেশের ৩০ শতাংশ প্রাপ্তবয়স্কই এখনও পর্যন্ত দু’টি টিকা পেয়েছেন ৷ সরকারের কোউইন অ্যাপের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দু’টি টিকাই দেওয়া গিয়েছে ৩০ কোটি ৪১ লক্ষ ৪২ হাজার ২৫০ জনকে ৷ একটি করে টিকা পেয়েছেন ৭১ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৬২১ জন ৷ ১৮-এর নীচে যাদের বয়স, তাদের টিকাকরণ এখনও শুরুই হয়নি ৷