এক নজরে

রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর চায় মুকুল পুত্র শুভ্রাংশু?

By admin

October 15, 2020

কলকাতা ব্যুরো : রাজনীতি থেকে কি অবসর চান মুকুল পুত্র শুভ্রাংশু রায়? তার ফেসবুক পোস্ট ঘিরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনীতি মহলে। বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুকে একটি প্রশ্ন রেখেছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নিলে কেমন হয় ? এই নিয়ে বিজেপির অন্দরে তোলপাড় শুরু হয়েছে। মুকুলের হাত ধরেই তৃণমূলের বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে মুকুলের মতনই তিনি নতুন বলে তার মর্যাদা নিয়ে ক্ষুন্ন তিনি। বহুদিন পদ বৃত্তের বাইরে থাকার পরে শুভ্রাংশু বাবা মুকুলকে কেন্দ্রীয় পদাধিকারী করেছে বিজেপি। তাতে বাবার ক্ষোভ খানিকটা প্রশমিত হলেও পুত্র এখনো অসন্তুষ্ট।

তবে মুকুল রায় জানিয়েছেন শুভ্রাংশু সম্পর্কে তার সে রকম কিছু জানা নেই। তবে বিজেপি সূত্রের খবর সম্প্রতি একটি দলীয় বৈঠকে তাকে না ডাকায় তিনি বেজায় ক্ষুব্ধ। বিজেপির অনেক নেতা তাকে আবার খাটো করার চেষ্টা করেছেন বলেও রাজনৈতিক মহলে খবর চাউর হয়েছে। তবে বিজেপির মতে শুভ্রাংশু আবেগতাড়িত হয়ে এই পোস্ট করে ফেলেছেন। তার বয়স কম তাই ওই পোস্টটি করে ফেলেছেন বলে বিজেপির একাংশ মনে করছেন। তবে বিষয়টি মিটে যাবে বলেই তাদের ধারণা।

প্রসঙ্গত রাজনীতি করার পাশাপাশি শুভ্রাংশু বেশকিছু সংস্থার কর্ণধার হয়ে আছেন। এমনকি ফেসবুকে তার ৩০ হাজারের কাছাকাছি ফলোয়ার। ফলে এই পোস্ট সবাই দেখছেন। শুভ্রাংশুর এই পোস্টে দলের মধ্যে কোন্দলের অভিযোগ আরো প্রকাশ্যে এলো বলে রাজনৈতিক মহল মনে করছে। মনীশ শুক্লা খুন নিয়ে তৃণমূল ইতিমধ্যেই বিজেপির গোষ্ঠী লড়াইয়ের অভিযোগ তুলতে শুরু করেছে। শুভ্রাংশুর এই পোস্ট যে দলের অস্বস্তি এবং বিড়ম্বনা দুই বাড়িয়ে দিল তা বলা বাহুল্য।