কলকাতা ব্যুরো: প্রশ্ন উঠেছে তার রাজনৈতিক অবস্থান নিয়ে। তিনি কি তৃনমূলেই থাকছেন নাকি পা বাড়িয়েছেন গেরুয়া শিবিরের দিকে? এই জল্পনার মধ্যেই আজ নন্দীগ্রামে এক সভায় শুভেন্দু বলেন, আমার সম্পর্কে অনেক কথা হচ্ছে। কিন্তু আমার ব্যাপারে যা বলার আমিই বলবো। অন্য কারো মুখ থেকে শোনার দরকার নেই। ছোটলোকদের দিয়ে প্রচার করানো হচ্ছে। ভাবছে আমি উত্তর দেব। শুভেন্দু বলেন, আমি সিঁড়ি ভেঙে ভেঙে উঠেছি। প্যারাসুটেও নামিনি। লিফটেও নামিনি।
১০ নভেম্বর নন্দীগ্রামে রক্তাক্ত সূর্যোদয় দিবসের পালনের ডাকও দিয়েছেন শুভেন্দু। কিন্তু তার পরেও বিতর্ক তার পিছু ছাড়ছে না। এদিনের সভা ছিল দলীয় পতাকা ছাড়া। ৭ নভেম্বর পুরুলিয়া শহরেও হবে দলীয় পতাকা ছাড়া বিজয়া সাম্মিলনী। সেখানে পাগড়ি মাথায় শুভেন্দু। কার্ডের রঙ গেরুয়া। যা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।
তৃনমূল নেতা ফিরাদ হাকিম অবশ্য এবিষয়ে তির্যক মন্তব্য করে বলেন, ‘ রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি/ মুর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী’।