এক নজরে

মন্ত্রীত্ব ছাড়ার পদত্যাগপত্র পাঠালেন শুভেন্দু অধিকারী

By admin

November 27, 2020

কলকাতা ব্যুরো: আর কোন জল্পনা নয়, মন্ত্রীর পদ ছাড়লেন রাজ্যের বিতর্কিত মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু পরিবহন দপ্তরের নয়, তিনি চারটি দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়ে দেন, এই মুহূর্ত থেকে তার পদত্যাগ করা হোক।

এ ব্যাপারে তিনি রাজ্যপালের কাছেও তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।তিনি এর আগে হলদিয়া উন্নয়ন পর্ষদ এর চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। ফলে দীর্ঘ জল্পনা, তাল ঠোকাঢুকির পর অবশেষে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন শিশির অধিকারীর ছেলে শুভেন্দু অধিকারী। এবার শুধু বাকি থাকছে তার দলত্যাগ। তিনি আজই দলত্যাগ করছেন কিনা সেটা অবশ্য সময় বলবে।

ফলে এখন প্রশ্ন থাকছে যে, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন, নাকি কংগ্রেস, আবার নাকি নতুন দল করছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী পদত্যাগপত্র পাঠানোর পরই টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

দেখুন রাজ্যপালের টুইট!