এক নজরে

বিধায়ক শুভেন্দুর পদত্যাগ গৃহীত

By admin

December 21, 2020

কলকাতা ব্যুরো: বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এর যাবতীয় প্রশ্নের জবাব দিয়ে তাকে সন্তুষ্ট করার পর অবশেষে তার বিধায়ক পদ সোমবার গৃহীত হল বিধানসভায়। বিধায়ক পদে শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই ইস্তফা দিয়েছিলেন। কিন্তু অধ্যক্ষের হাতে না দিয়ে তিনি বিধানসভায় সেই পদত্যাগপত্র জমা দিয়ে চলে যান। যা নিয়ে প্রশ্ন তোলে বিধানসভা কর্তৃপক্ষ। তার সঙ্গে কথা না বলে ওই পদত্যাগপত্র গ্রহণ করা যাবে না বলে পদত্যাগ পত্র গ্রহণ করা যাবে না বলে জানিয়ে দিয়েছিলেন অধ্যক্ষ। সেই অনুযায়ী, সোমবার দুপুরে তাকে বিধানসভায় ডেকে পাঠানো হয়। এদিন বেলা দুটো নাগাদ তিনি বিধানসভায় গিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরে জানান, শুভেন্দু আজ দুপুরে তাঁর সঙ্গে কথা বলেছেন। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কেউ তাঁর ওপর কোনোরকম চাপ সৃষ্টি করেননি। শুভেন্দুর জবাবে সন্তুষ্ট হয়ে অধ্যক্ষ আজ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আজ অপরাহ্ন থেকে এই ইস্তফা কার্যকর হলো।

১৬ ডিসেম্বর দুপুরে অধ্যক্ষ বিধানসভা ছেড়ে চলে যাওয়ার পর শুভেন্দু অধিকারী সেখানে যান। সচিবের অফিসে ইস্তফাপত্র জমা দেন। তাতে কোনো তারিখ ছিল না। পরের দিন অধ্যক্ষ জানান, নিয়মবিধি মেনে শুভেন্দু ইস্তফা দেননি। তাই বিষয়টি খতিয়ে না দেখতে হবে। তার আগে তিনি পদত্যাগপত্র গ্রহণ করছেন না। আজ অবশ্য নিজে হাজির হয়ে তাঁর সব প্রশ্নের জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী।