এক নজরে

নিজের ফর্মেই শুভেন্দু অধিকারী

By admin

November 13, 2020

কলকাতা ব্যুরো: কিছুতেই মুখে লাগাম দেওয়া যাচ্ছে না তৃণমূলের হেভিওয়েট বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীর। বারেবারেই দলের তরফে তাকে নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। কিন্তু তারপরেও তিনি রয়েছেন তার ফর্মেই।

শুক্রবার নন্দীগ্রামে গিয়ে আবার একবার জল্পনা উস্কে দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, চরৈবেতি চরৈবেতি আমরা এগিয়ে যাব। কেউ আমাদের আটকাতে পারবে না। এদিন তিনি কারো নাম না করেই নন্দীগ্রামে বলেন, আম্ফান এর পরও কেউ এখানে আসেনি। কিন্তু আমি এসেছিলাম। আমি আছি, থাকবো।

এদিন শুভেন্দু অধিকারীর সর্মথকরা আসানসোলে আমরা দাদার অনুগামী নামে পোস্টার দেন বিভিন্ন এলাকায়। কালিপাহাড়িতে এমন বেশ কিছু ব্যানারও চোখে পড়ে।বিতর্ক ঠেকাতে আসরের নামানো হয় তৃণমূলের পেশাদার পরামর্শদাতা প্রশান্ত কিশোরকে। বৃহস্পতিবার তিনি কাঁথিতে শুভেন্দুবাবুর বাড়িতে যান। সে সময় রাজ্যের পরিবহনমন্ত্রী বাড়িতে না থাকলেও, তার বাবা তথা পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি ও সাংসদ শিশির অধিকারী উপস্থিত ছিলেন। তার সঙ্গে প্রায় দু’ঘন্টা কথা বলেন থিওরিটিক্যাল রাজনীতিবিদ পিকে। যদিও তৃণমূলের তরফে সে ব্যাপারে কোনো বক্তব্য জানানো হয়নি। যদিও শিশির অধিকারী স্বীকার করেছেন পিকের আগমনের কথা।