এক নজরে

নীল-সাদা মঞ্চ থেকে কোন রাজনৈতিক বার্তা দিলেন না শুভেন্দু

By admin

November 29, 2020

কলকাতা ব্যুরো : অনেকেই আশা করেছিলেন আজ মহিষাদলের সভা থেকে কোনও রাজনৈতিক বার্তা দেবেন শুভেন্দু অধিকারী। কিন্তু তেমন কিছুই হলো না। বেলা তিনটেয় মিটিং শুরু হওয়ার কথা ছিল। শুভেন্দু এসে পৌছলেন বেলা চারটের সময়। মন্ত্রীত্ব ছাড়ার পর অনেক কিছুই এড়িয়ে যাচ্ছেন রাজ্যের ডাকসাইটে নেতা শুভেন্দু অধিকারী। আজ তার বক্তব্যের অধিকাংশ অংশ জুড়েই ছিল পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা। উল্লেখ করেন তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের কথা।

জানা যায় ডিসেম্বর মাসে তিনি সঙ্গী সাথীদের নিয়ে ক্ষুদিরাম বসুর জন্মদিন ও তাম্রলিপ্ত সরকার গঠনের বর্ষপূর্তি পালন করতে চলেছেন। শনিবার সারাদিন তার কাটে কাঁথির বাড়ি শান্তিকুঞ্জ এ। এদিন সদ্যপ্রয়াত স্বাধীনতা সংগ্রামী রনজিত বয়ালের স্মরণসভায় আসেন তিনি। মহিষাদল রাজবাড়ির ছোলা বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়। ছিল ৩৫০বাই ১০০ ফুট এর একটি শামিয়ানা। তার ভেতরে তৈরী হয়েছিল মঞ্চ। অনেকে আশা করেছিলেন শুভেন্দুর মঞ্চে অনেক রাজনৈতিক মহলের জনপ্রতিনিধিকে দেখা যাবে। কিন্তু সেরকমভাবে কারকে দেখা গেল না। শুধু দেখা গেছে তৃণমূলের হলদিয়া ব্লক সভাপতি সুব্রত হাজরা, জেলা পরিষদের কর্মদক্ষ আনন্দময় অধিকারী এবং জেলা পরিষদের সদস্য সোমনাথ ভূঁইয়া ও তৃণমূলের সাধারণ সম্পাদক কনিষ্ক পান্ডাকে।

তবে এদিন লোকসমাগম খুব একটা কম হয়নি। প্রায় ৭ -৮ হাজার মানুষ এসেছিলেন শুভেন্দুর সভায়। নীল-সাদা মঞ্চ থেকে শুভেন্দু আজ কোন আক্রমণ করেননি তৃণমূলকে। সেভাবে রাজনীতির কোনো কথা তার মুখে শোনা গেল না। অনেকেই হতাশ হয়ে ফিরে গেলেন।