এক নজরে

দু’ ডজন বিধায়ক, দুই সাংসদ, দুই মন্ত্রী নিয়ে শুভেন্দু যাচ্ছেন বিজেপিতে

By admin

December 18, 2020

কলকাতা ব্যুরো: সবকিছু ঠিক থাকলে শনিবারে গ্রহণ লাগতে পারে তৃণমূলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেদিনীপুরের সভায় দেখা যেতে পারে অন্তত দু ডজন তৃণমূলের বিধায়ক – সংসদকে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শাহের মঞ্চে তৃণমূলের দুই মন্ত্রী দলবদলে সামিল হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

তৃণমূল থেকে নেতাদের দলবদলের ক্ষেত্রে সম্ভবত এটাই সবচেয়ে বড় দল একসঙ্গে বিজেপি যাচ্ছে। এর আগে বিধায়ক পদ ছাড়ার দিনেও শুভেন্দু ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন আপাতত ১০ জন বিধায়ক প্রথমে তার সঙ্গে দল ছাড়ছেন। কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত তৃণমূল ছাড়ার যা হিড়িক, তাতে অন্তত ২০ জন বিধায়ক পা বাড়িয়েছেন বিজেপিতে।

দুই মেদিনীপুর থেকে অন্তত আটজন বিধায়ক দাদার অনুগামী হয়ে দল ছাড়ার তালিকায় রয়েছেন। বাঁকুড়ার দুজন ছাড়া বর্ধামনের দুই জেলা থেকে পাঁচ জন ছাড়াও, বাকি জেলা গুলি থেকে আপাতত ছয় থেকে সাত জন বিধায়ক ঘর ছাড়ার দলে রয়েছেন। শুভেন্দু ছাড়াও মন্ত্রী চন্দ্র নাথ সিনহা নতুন দলে যাবেন বলে খবর। যারা দল বদলের দলে আছেন, তাদের সকলেই আজ কলকাতায় জড়ো হয়েছেন। তাদের আজ বিকেলের মধ্যে কোলাঘাটের গেষ্ট হাউস পৌঁছতে বলা হয়েছে। রাতেই তাদের মেদিনীপুরের কোনো রিসর্টে নিয়ে গিয়ে রাখার কথা আছে। কাল সকলে দল বেঁধে গিয়ে উঠবেন নতুন ঘরে।