কলকাতা ব্যুরো: শুভেন্দু অধিকারীকে নিয়ে ফের জল্পনা বারার এবার দাদার অনুগামীদের পোস্টার দক্ষিণ কলকাতায়। কলকাতার বেশ কয়েকটি এলাকায় এদিন সকাল থেকে আমরা দাদার অনুগামী এই বয়ানে বেশ কিছু পোস্টার দেখা যায় বিভিন্ন এলাকায়। এতদিন বিভিন্ন জেলা, শহরতলীতে, এমনকি সর্বশেষ শ্যামবাজার চত্বরে দাদার অনুগামীদের পোস্টার পড়েছিল।
তারপরেই মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতাদের বৈঠকের পর বিষয়টি থিতিয়ে যায়। কিন্তু বুধবার হোয়াৎসঅ্যাপ করে শুভেন্দু অধিকারী, সৌগত রায়কে দলের সঙ্গে না থাকতে পারেন ইচ্ছের কথা জানানোর পর, এদিন দক্ষিণ কলকাতায় ফের পোস্টার কাকতলীয় কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
বেশ কিছু পোস্টার দেখার পর স্থানীয় থানা তড়িঘড়ি তা সরিয়ে নেয়। তার পরে ও অবশ্য বিক্ষিপ্তভাবে কিছু পোস্টার কালীঘাট, ভবানীপুর এলাকায় নজরে আসে। কে বা কারা একেবারে বাঘের গুহার কাছে এমন পোস্টার দিল, তা নিয়ে এদিন অবশ্য কাউকেই চিহ্নিত করতে পারেনি স্থানীয়রা। কিন্তু দক্ষিণ কলকাতায় এই পোস্টার পড়ার পর একটি বিষয় স্পষ্ট, অনুগামীদের আর বিরম্বনায় ফেলে দাদা পুরনো দলের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলবেন না বলেই মনে করছেন রাজনৈতিক মহল।