এক নজরে

মন্ত্রিত্ব ছেড়েই শনিবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী

By admin

November 27, 2020

কলকাতা ব্যুরো: মন্ত্রিত্ব ছাড়ার পর দিনই দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ তিনি সেচ, জলসম্পদ, পরিবহন দপ্তরের মন্ত্রী পদ ছাড়ার আর্জি জানিয়ে চিঠি দেন মুখ্যমন্ত্রীকে। সেই চিঠি ই মেইল করে পাঠান রাজ্যপাল জাগদীপ ধনকারকে। আবার রাজ্যপালকে শুভেন্দুর পদত্যাগপত্র ফরওয়ার্ড করে রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর পদত্যাগ পত্র পাওয়ার কথা ট্যুইট করে জানিয়েছেন রাজ্যপাল।

বর্তমানে শুভেন্দু অধিকারী শুধুমাত্র তৃণমূল বিধায়ক এবং দলীয় পদ এ ছাড়া আর কোন সরকারি পদে রইলেন না। এই অবস্থায় শনিবার তার দিল্লি যাওয়ার পরিকল্পনা ঘিরে ফের জল্পনা তৈরি হয়েছে। তবে কি তিনি শনিবারই দিল্লিতে বিজেপি শিবিরে যোগ দেবেন? যদিও সে ব্যাপারে কিছু বলেননিবিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গী। শুভেন্দুর মন্ত্রীত্ব ছাড়া নিয়ে কৈলাসের প্রতিক্রিয়া, ওই দলে ওনার সমস্যা হচ্ছিল। বিজেপিতে যোগ দেবেন কিনা সেটা তার ব্যাপার।

শুভেন্দুর মন্ত্রীত্ব ছাড়া প্রসঙ্গে দিলীপ ঘোষের তৃণমূলকে কটাক্ষ, দেখ কেমন লাগে, ওই দলে কোনো ভদ্র মানুষ থাকতে পারেনা।
শুভেন্দুর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ প্রসঙ্গে অধীর চৌধুরীর বক্তব্য, তৃণমূলের জন্য এটা অশনি সংকেত।
যদিও মন্ত্রিত্ব ত্যাগ করলেও শুভেন্দু এখনই দল ছাড়বে না বলে মনে করেন বর্ষিয়ান তৃণমূল নেতা ও সাংসদ সৌগত রায়। বিক্ষুব্ধ ওই তৃণমূল নেতাকে দলে রাখতে তার মাধ্যমেই বারবার কথা বার্তা চালায় তৃণমূল। তিনি বলেন, মন্ত্রিত্ব ছাড়া ওর ব্যক্তিগত বিষয়। ওর সঙ্গে কথা বলবো।

এদিকে আজই দিল্লি পৌঁছে গিয়েছেন কোচবিহারের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তার সঙ্গে রয়েছেন বিজেপির কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক।