কলকাতা ব্যুরো : শুভেন্দু অধিকারী তবে কি দলবদল করছেন? গেরুয়া কার্ডে বিজয়া সম্মিলনীর আমন্ত্রণ জানালেন শুভেন্দু অনুগামীরা। রাজস্থানি পাগড়ি মাথায় ছবিতে শুভেন্দু। তৃণমূল সরকারের তিনি মন্ত্রী এবং নেতা। কিন্তু সেই আমন্ত্রণ পত্রে সেই পরিচয়ের নামগন্ধ নেই। বরং আয়োজকদের পরিচয় হিসেবে লেখা হয়েছে আমরা দাদার অনুগামী।
পুরুলিয়া জেলায় অনুগামীদের ছড়িয়ে দেওয়া এমন আমন্ত্রণপত্র ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। উক্ত অনুষ্ঠানটি নভেম্বর হওয়ার কথা আছে। তার আগে আজ মেদিনীপুর শহরে এরকম এক অনুষ্ঠানের আয়োজন করেছে একটি ক্লাব। সেখানেও শুভেন্দু বাবুর কোন রাজনৈতিক পরিচয় নেই। তিনি শুধুই শুভেন্দু অধিকারী। তার সঙ্গে দলের সম্পর্ক অনেকদিন ধরেই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। দলের সঙ্গে তার দূরত্ব ক্রমশই বাড়ছে। দলীয় কর্মসূচি এবং রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ইদানিং তার দেখা পাওয়া যাচ্ছে না। এবার গেরুয়া কার্ড এবং মাথায় পাগড়ি দিয়ে তার ছবি ছাপিয়ে দাদার অনুগামীরা যেভাবে বিজয়ার জন্য প্রস্তুত নিয়েছেন তা রাজনৈতিক মহলের নজর কেড়েছে। তবে শুভেন্দুর অনুগামীরা সে কথা এই মুহূর্তে স্বীকার করতে চাইছেন না। তাদের মতে তারা তৃণমূলী ছিলেন এবং আছেন। কিন্তু তারা দাদার অনুগামী।
এদিকে বিজেপির পক্ষ থেকে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানিয়েছেন, ” “তৃণমূলে অনেকেরই মোহভঙ্গ হয়েছে “। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব যে শুভেন্দু কে ঘিরে এই সব কার্যকলাপ ভালো চোখে দেখছেন না তা মন্ত্রী ফিরহাদ হাকিম স্পষ্ট করে দিয়েছেন। রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে ফিরহাদ হাকিম কটাক্ষ করেছেন, ” রথ ভাবে আমি দেব/ পথ ভাবে আমি/ মূর্তি ভাবে আমি দেব/ হাসেন অন্তর্যামী।”