এক নজরে

মুকুলে বিকশিত শুভেন্দু

By admin

December 02, 2020

কলকাতা ব্যুরো: শুভেন্দু অধিকারীকে নিয়ে একটানা গুঞ্জনের মধ্যেই আলোচনার ঢেউ থেমে যেতে বসেছিল মঙ্গলবার রাতে বৈঠকের পরেই। কিন্তু বুধবার দুপুরে তার এক হোয়াটসঅ্যাপ এসএমএস-এর দৌলতে বঙ্গ রাজনীতিতে শুভেন্দু নিয়ে ফের জল্পনা উস্কে উঠলো। তার রাজনৈতিক অবস্থান নিয়ে সব পক্ষের নজর রয়েছে, তাও স্পষ্ট।

বাংলার রাজনীতিতে শুভেন্দুর সাংগঠনিক দক্ষতা স্বীকার করেন তার অতি বড় শত্রুও। এই অবস্থায় তাকে নিয়ে আড্ডার ছলে সংবাদমাধ্যমের সঙ্গে খোশ গল্পে এদিন মেতে থাকলেন মুকুল রায়।গল্পের ছলেই নানান প্রসঙ্গ ঘুরে ফিরে এল শুভেন্দুকে নিয়ে। আর বহু প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়েও মুকুল রায় বুঝিয়ে দিলেন, শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছে কোনও না কোনও মহল. জোর দিয়ে তিনি বললেন শুভেন্দু যে দলেই যাবে, সে দলের লাভ। কারন শুভেন্দুর সাংগঠনিক দক্ষতা,।যদিও বর্ষীয়ান রাজনীতিক মুকুল আলটপকা অন্যদের মতো শুভেন্দু নিয়ে কোন হালকা মন্তব্যে যাননি। এ দিন তার স্পষ্ট বক্তব্য, মন্ত্রিত্ব ছাড়লেও শুভেন্দু এখনো তৃণমূল কংগ্রেসেই রয়েছেন। মঙ্গলবার রাতে তিনি তার দলেরই কয়েকজনের সঙ্গে বৈঠক করেছেন। এবং এখনও সেই দলের বিধায়ক হিসেবে রয়েছেন। ফলে এটা এমন কিছু ঘটনা নয়।পোড়-খাওয়া রাজনীতিক মুকুলের বক্তব্য, রাজনীতিতে অনেক কিছুই ধৈর্য ধরে দেখতে হয়। সময় দিতে হয়। তার সঙ্গেই তিনি শেষ পর্যন্ত স্বীকার করলেন, শুভেন্দু যদি আগামী দিনে বিজেপিতে যায়, অবশ্যই বিজেপির লাভ হবে।