কলকাতা ব্যুরো: অনলাইন পরীক্ষার দাবিতে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে পড়ুয়াদের। উত্তরবঙ্গ থেকে শুরু করে বর্ধমান, বিশ্বভারতী, রবীন্দ্রভারতী এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা বিক্ষোভ আন্দোলনে নেমেছে। এবার অনলাইন পরীক্ষার দাবিতে আন্দোলনে নামলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও।

অনলাইনে পরীক্ষা নিতে হবে এই দাবি নিয়ে শনিবার বিশ্ববিদ্যালয়ের বাইরের গেটের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ করে পড়ুয়ারা। তাদের একটাই দাবি একটাই, অনলাইনে পরীক্ষা নিতে হবে। ছাত্র ছাত্রীদের বক্তব্য, দীর্ঘ কোভিডের সময় কলেজ বন্ধ থাকার কারণে পড়াশোনা হয়েছে অনলাইনে। পাশাপাশি কোনও স্টাডি মেটেরিয়াল পায়নি। পরে কলেজ খুলে গেলেও অধিকাংশ ক্লাস হয়েছে অনলাইনে। এখনও সিলেবাস শেষ হয়নি। সেই কারণে অবিলম্বে পরীক্ষা নিতে হবে অনলাইনে।

পড়ুয়ারা জানান, পরীক্ষা নিয়ে ২৭ মে বৈঠক রয়েছে। সেই বৈঠকে অফলাইনে পরীক্ষা নেওয়া হবে নাকি অনলাইনে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৩ জুন সেই সিদ্ধান্তের কথা জানানো হবে। ছাত্র ছাত্রীদের আর্জি, তাদের সুবিধার কথা মাথায় রেখে তাদের পক্ষে যেন অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের দাবি না মানা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

করোনা আবহে গত শিক্ষাবর্ষ পর্যন্ত বন্ধ ছিল ক্লাসরুম। স্নাতক–স্নাতকোত্তরের পরীক্ষা হয়েছিল অনলাইনে। মহামারীর রেশ কমার পর ফের স্বাভাবিক হয় অফলাইন ক্লাস। বিশ্ববিদ্যালয়গুলি সিদ্ধান্ত নিয়েছিল পরীক্ষাও হবে অফলাইনে। কিন্তু রাজ্যের কিছু প্রতিষ্ঠানে পড়ুয়ারা দাবি করে ক্লাস যেহেতু অনলাইনে হয়েছে, তাই পরীক্ষাও নিতে হবে অনলাইনে। এই কারণে পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে তা ঠিক করার সিদ্ধান্ত উপাচার্যদের উপর ছেড়ে দেয় উচ্চশিক্ষা দপ্তর। তবে শাসক দলের অধ্যাপক ও ছাত্র সংগঠন অনলাইন পরীক্ষার পক্ষে মত প্রকাশ করে।

প্রসঙ্গত, ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু, বাকি বিশ্ববিদ্যালয়গুলিতে অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অফলাইনে পরীক্ষার কথা ঘোষণা করা হয়। এরপরেই আন্দোলনে নেমে পড়েন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা দফায় দফায় আন্দোলন করেন।

শুক্রবার অনলাইন পরীক্ষার দাবিতে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি নির্মীয়মান বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক ছাত্র। তারপর গতকাল রাতেই তাদের বিক্ষোভের সময় অতর্কিতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করা অভিযোগ ওঠে।

Share.
Leave A Reply

Exit mobile version