এক নজরে

বন্ধের মিছিলেই চলল টুকরো ক্রিকেট, ব্যাডমিন্টন থেকে কেরাম খেলা

By admin

December 08, 2020

কলকাতা ব্যুরো: মঙ্গলবার কৃষক সংগঠন এর ডাকা ভারত বনধে এ রাজ্যে মিশ্র সাড়া মিলেছে। সকালের দিকে বেশ কিছু জায়গায় বনধ সর্মথকরা ঝান্ডা হাতে দোকানপাট এবং গাড়ি বন্ধ করতে রাস্তায় নেমে পড়েন। সকাল থেকেই বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন দাঁড়িয়ে পরে। আবার রাস্তাতেও বাস তেমন চোখে পড়েনি। যে দু একটি গাড়ি রাস্তায় নেমেছে, তাতেও যাত্রী তেমন ছিল না। অন্যান্য বনধে সরকারি গাড়ি ঘনঘন দেখা গেলেও এই বনধে তার তেমন চোখে পড়েনি।

বেলা বাড়তেই বনধ সমর্থক বিভিন্ন দল মিছিল নিয়ে বেরিয়ে পড়ে। আর সেইসব মিছিল থেকে যতটা না বনধ সফল করার আওয়াজ উঠেছে, তার থেকেও শীতের রোদ গায়ে মেখে নেতারা কেউ রাস্তাতেই নেমে পড়েছেন ক্রিকেট খেলায়, কেউবা ব্যাডমিন্টন খেলেছেন, আবার গাড়ি না চলায় বন্ধ রাস্তাতেই নামানো হয়েছে কেরাম বোর্ড।

ভলিবল নিয়ে রাস্তাতেও খেলতে দেখা গিয়েছে বনধ সমর্থকদের। ফলে মোটামুটি শীতের রোদ গায়ে মেখে খেলার ছলে সর্মথকরা নেমেছেন রাস্তায়। দুপুর পর্যন্ত অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত বনধ কে কেন্দ্র করে রাজ্যে কোন খবর নেই।

শিলিগুড়ি হিলকার্ট রোড এ মিছিল করতে গিয়েই প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়েছেন। আবার মৌলালিতে কংগ্রেসের নেতা ব্যাডমিন্টনে গা ঘনিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় সামনে ক্যারামবোর্ড পেতে রাস্তাতেই খেলেছেন একদল। মধ্যমগ্রামে এক হাতে ঝান্ডা আর অন্য হাতে হ্যান্ডবল নিয়ে খেলেছেন বনধ সমর্থকরা।

ফলে কর্মনাশা আর একটা বনধ মঙ্গলবার উদযাপিত হলো দেশের সঙ্গে এ রাজ্যেও। যদিও ব নধকে কেন্দ্র করে হিংসার এখনো পর্যন্ত তেমন ঘটেনি নেই। উল্টে শীতের আমেজে আর একটা ছুটির দিন কাটিয়েছে বাংলা।