এক নজরে

মেট্রো ও লোকাল ট্রেন চালাতে চিঠি রাজ্যের

By admin

August 29, 2020

কলকাতা ব্যুরো: শুধু মুখে বলা বা কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সঙ্গে ভিডিও বৈঠকেই শেষ নয়, রাজ্যে নিয়ন্ত্রিতভাবে মেট্রো ও লোকাল ট্রেন চালাতে রেল বোর্ডকে চিঠি দিলো নবান্ন।করোনা আবহেই মেট্রো এবং লোকাল ট্রেন পরিষেবা চালু করার অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে, নির্দিষ্ট সামাজিক দূরত্ব এবং সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে নিয়ন্ত্রিতভাবে ট্রেন চালালে সরকারের যে আপত্তি নেই তা স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রকে।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও গনপরিবহণ ব্যবস্থাকে আরো মসৃণ করতে মেট্রো এবং লোকাল ট্রেন পরিষেবা ধাপে ধাপে শুরু করার পক্ষে মত দিয়েছিলেন। তারপরেই এ ব্যাপারে সচিব পর্যায়ে বৈঠক হয় দুই সরকারের। আনলক ফর শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে। সেদিন থেকে আরো বেশ কিছু ক্ষেত্রে ছাড় বাড়ানোর কথা কেন্দ্রের। স্বরাষ্ট্র ও রেল মন্ত্রক রাজ্যের সবুজ সংকেত পেলে ট্রেন চালানো শুরুর ছাড়পত্র দেওয়ার ইঙ্গিত রয়েছে রেলবোর্ডেরও।

গত ২৬ শে মার্চ থেকে রাজ্যে মেট্রো এবং শহরতলীর লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে।