কলকাতা ব্যুরো: সোমবার রাজ্যের সব কিছু স্বাভাবিক থাকবে বলে জানিয়ে দিলো রাজ্য সরকার। রবিবার পুরভোট শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার জানিয়েছে, সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস, স্কুল-কলেজ, অন্যান্য প্রতিষ্ঠান, দোকান-বাজার সব খোলা থাকবে। চালু থাকবে সরকারি ও বেসরকারি পরিবহণ ব্যবস্থাও। কেউ যাতে কোনও বাধা না দেয়, তার দিকে প্রশাসন কড়া নজর রাখবে। কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জোর করে কেউ যদি সব কিছু বন্ধ করার চেষ্টা করে, কড়া হাতে তা মোকাবিলা করবে প্রশাসন। প্রত্যেক কর্মচারীকে অফিসে আসতে হবে। সোমবার কোনও ছুটি গ্রাহ্য করা হবে না। রাজ্য সরকার যে কোনও রকম বনধ বা ধর্মঘটের বিরোধী বলেও এদিন স্পষ্টভাবে জানানো হয়েছে।
পুরভোটে হিংসা ও সন্ত্রাসের প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বনধ চলবে বলে বিজেপির রাজ্য নেতারা জানিয়েছেন। আরও জানানো হয়েছে, সোমবার বিজেপির সর্বস্তরের নেতা কর্মীরা পথে থাকবেন। সরকার বাধা দিলে অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।