এক নজরে

KMC Election: পুরভোটের প্রস্তুতি জানতে নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

By admin

December 02, 2021

কলকাতা ব্যুরো: কলকাতা পুরসভার ভোটপ্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর তলব পেয়ে বৃহস্পতিবার দুপুরে রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তিনি ধনকড়কে প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও উভয়ের মধ্যে কথা হয়েছে। পরে রাজ্যপাল নিজেই টুইট করে সেই কথা জানান।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। ১৪৪ টি ওয়ার্ডে নতুন করে কাউন্সিলর নির্বাচন প্রক্রিয়া হবে। ২১ ডিসেম্বর ফলপ্রকাশ। এর মধ্যে মনোনয়ন প্রক্রিয়া চলছে। সামগ্রিকভাবে পুরভোটের প্রক্রিয়া শুরুই হয়ে গিয়েছে বলা চলে। সেইসব প্রক্রিয়া কেমন চলছে, কতটা অগ্রগতি, তা জানতেই বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল।

কমিশনার সৌরভ দাস তলব পেয়ে রাজভবনে গিয়ে দেখা করেন এবং ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য তাঁর কাছে পেশ করেন। পরে রাজ্যপাল টুইটে জানান, ভোটে CAPF বা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন করা নিয়েও উভয়ের আলোচনা হয়।

পুরভোটের তোড়জোড় শুরু হতেই এর আগে একাধিকবার রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। প্রক্রিয়া সংক্রান্ত তথ্য জানতে চান। এছাড়া হাওড়া থেকে বালি পুরসভার পৃথকীকরণ সংক্রান্ত বিলটিতে সই করার জন্যও কমিশনার সৌরভ দাসের সঙ্গে আলোচনা করেছিলেন ধনকড়। পরে অবশ্য সেই বিলে স্বাক্ষর করেননি রাজ্যপাল। তাই ১৯ তারিখ কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভায় ভোট করানোর কথা থাকলেও রাজ্যপাল বালি পুরসভাকে আলাদা করার বিলটিতে সই না করায়, হাওড়ায় ভোট হতে পারছে না।

এদিনের আলোচনায় কলকাতা পুরসভায় সুষ্ঠুভাবে ভোটপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও রাজ্যপাল বেশ কিছু পরামর্শ দিয়েছেন।