কলকাতা ব্যুরো: কোভিড -১৯ পরিস্থিতিতে স্থগিত রাখা হয়েছিলো পরীক্ষা। পরিস্থিতির খানিক উন্নতি হওয়ায় ডিসেম্বরেই নিয়োগের পরীক্ষা সেরে নিতে চাইছে ভারতীয় রেল। জানা গিয়েছে, ১ লক্ষের বেশি শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে। আবেদনকারীর সংখ্যা প্রায় ১ কোটি। এটিই হতে চলেছে সাম্প্রতিক কালের সবচেয়ে বড় নিয়োগের পরীক্ষা। নিট এবং জয়েন্ট মোটের ওপর নির্বিঘ্নেই পরিচালিত হওয়ায়, রেলের নিয়োগের পরীক্ষাটিও সেরে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।