কলকাতা ব্যুরো: কোভিড -১৯ পরিস্থিতিতে স্থগিত রাখা হয়েছিলো পরীক্ষা। পরিস্থিতির খানিক উন্নতি হওয়ায় ডিসেম্বরেই নিয়োগের পরীক্ষা সেরে নিতে চাইছে ভারতীয় রেল। জানা গিয়েছে, ১ লক্ষের বেশি শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে। আবেদনকারীর সংখ্যা প্রায় ১ কোটি। এটিই হতে চলেছে সাম্প্রতিক কালের সবচেয়ে বড় নিয়োগের পরীক্ষা। নিট এবং জয়েন্ট মোটের ওপর নির্বিঘ্নেই পরিচালিত হওয়ায়, রেলের নিয়োগের পরীক্ষাটিও সেরে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
Previous Articleতপসিয়া যুবক খুনে গ্রেপ্তার ২
Next Article ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ খড়গপুর আইআইটি