কলকাতা ব্যুরো: এটাই সেখানকার রীতি ও রেওয়াজ। মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুরে আজও চলে আসছে সেই রীতি। ১০২৩ বছর ধরে। এবার তা পা দিলো ১২৪ তম বছরে।
ভাদ্র মাসের কৃষ্ণা নবমী তিথিতে মৃন্ময়ী মায়ের পুজো দিয়েই শুরু হয়ে গেলো দুর্গাপুজোর আবহ। করোনা আবহেও পালিত হলো সেই রীতি। স্নানের পর মল্ল রাজদের মৃন্ময়ী মন্দিরে স্থাপন করা হলো বড় ঠাকুরানী মৃন্ময়ী মাকে। স্থানীয় যে সমস্ত বাড়িতেও দুর্গাপুজো হয়, সেই পরিবারের সদস্যরাও আগে মৃন্ময়ী মায়ের পুজো দিয়ে তারপর নিজেদের পুজোর আয়োজন করেন। কথিত আছে ৯৯৭ খ্রিস্টাব্দ থেকেই চলে আসছে এই রীতি। এক সময় কলেরা মহামারীর আকার ধারণ করায় মায়ের শরণাপন্ন হয়েছিলেন স্থানীয় মানুষ। এবার মায়ের কাছে তাদের প্রার্থনা, করোনা মুক্তি।