কলকাতা ব্যুরো: মঙ্গলবার সকালে ভুবনেশ্বর থেকে কলকাতা পৌঁছলেন এসএসসি ‘দুর্নীতি’ মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। স্বাস্থ্য পরীক্ষার জন্য আদালতের নির্দেশে সোমবার সকালে পার্থকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়। চেক আপের পর হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, পার্থের শরীরে পুরনো কিছু সমস্য রয়েছে। তার জন্য হাসপাতালে ভর্তির দরকাই নেই। রাতে পার্থকে ভুবনেশ্বরেই রাখে ইডি। মঙ্গলবার ভোর ৪টে ২৫ এইমস থেকে পার্থকে নিয়ে ভুবনেশ্বর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তারা।
ওডিশার রাজধানী থেকে ভোর ৫টা ৪০-এর বিমানে কলকাতার রওনা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সকাল সাড়ে ৬.৩৪ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন পার্থ। বিমানবন্দরে হুইল চেয়ারে থাকলেও গেটের বাইরে এসে হেঁটেই গাড়িতে ওঠেন রাজ্যের শিল্পমন্ত্রী। তবে এদিন হুইলচেয়ারে বসা অবস্থাতেই মমতার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয় পার্থর কাছে। জবাবে তিনি বলেন, উনি ঠিক বলেছেন।
এরপর চারটি গাড়ির কনভয় পার্থকে নিয়ে ইডির দফতর সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেয়।
সূত্রের খবর, মঙ্গলবার থেকেই তৃণমূল মহাসচিবকে জেরা করবে ইডি। পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় সংস্থা।সোমবার ইডির বিশেষ আদালতে অর্পিতার আইনজীবী অনুরোধ করেছিলেন, প্রয়োজনে পিসি দেওয়া হোক তাঁর মক্কেলকে। তবে তা দিতে হবে অল্প সময়ের জন্য। অন্যদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ১৪ দিন এবং অর্পিতাকে ১৩ দিন তাদের হেফাজতে চেয়েছিল ইডি। পার্থের কারণেই এয়ার অ্যাম্বুল্যান্স করে যাতায়াত করে বিপুল খরচ হয়েছে বলে আদালতে দাবি করে ইডি। দু’পক্ষের সওয়াল জবাবের পর আদালত পার্থ-অর্পিতার ৩ তারিখ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয়।