এক নজরে

SSC: এসএসসি গ্রুপ-ডি’র বেতন বন্ধের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল

By admin

November 26, 2021

কলকাতা ব্যুরো: চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় ফের একবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল এসএসসি কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর যে ৫৪২ জন চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করা হয়েছিল, বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ সেই সব কর্মীদের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। সিঙ্গল বেঞ্চের সেই রায়ের বিরুদ্ধে শুক্রবার ফের আদালতের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন ৷

তবে, মামলাটির শুনানি আগামী সোমবার হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ সোমবার এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একসঙ্গে সব শোনা হবে বলে জানিয়েছে আদালত ৷ শুক্রবার সকালে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে বেতন বন্ধ করার নির্দেশের বিরুদ্ধে আবেদন করে এসএসসি ৷ সেখানে এসএসসি’র তরফে আইনজীবী অভিযোগ করেন, বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চে তাদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়নি ৷ এমনকি এ নিয়ে এসএসসি হলফনামা দিতে চাইলেও, তা দিতে দেওয়া হয়নি ৷

প্রসঙ্গত, যে ২৫ জনের বেতন আগেই আদালতের নির্দেশে বন্ধ হয়ে গিয়েছে৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজন আদালতের দ্বারস্থ হয়েছেন ৷ উল্লেখ্য ২২ নভেম্বর এসএসসি’র নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ ৷ সেই রায়ের বিরুদ্ধেও ডিভিশন বেঞ্চে গিয়েছিল স্কুল সার্ভিস কমিশন ৷ সিঙ্গল বেঞ্চের রায়ের পরদিন ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে৷