এক নজরে

#SSCCase: প্রাক্তন উপদেষ্টার বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআইয়ের

By admin

April 08, 2022

কলকাতা ব্যুরো: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার ও প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। ইতিমধ্যে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ ট্যান্ডন। সোমবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা।

শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই জানায়, ইতিমধ্যেই FIR দায়ের হয়েছে। তাতে প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিসও পাঠানো হয়েছে। ইতিমধ্যেই নিজাম প্যালেসে গিয়ে পৌঁছেছেন এসএসসি নজরদারি কমিটির ৩ সদস্য। রয়েছেন প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাও।

উল্লেখ্য, বৃহস্পতিবারই হাইকোর্টের তরফে জানানো হয়, তদন্তের স্বার্থে যে কাউকে, এমনকী কোনও রাজনৈতিক নেতাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। প্রয়োজনে কমিটির অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে তারা। একইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, সিবিআইয়ের সামনে উপদেষ্টা কমিটির বাকি সদস্যরা যা বয়ান দিয়েছেন তার সঙ্গে শান্তিপ্রসাদ সিনহার বয়ান মিলছে না।

শুক্রবার আদালতে শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বেশ হালকা মেজাজে জানান, সবাই চাইছে সব মামলা আপনার এজলাসে হোক। পালটা হেসে জবাব দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, আমি তো শুনলাম আমার ছবি নিয়ে লোকে জিজ্ঞাসা করছে, এই বিচারপতি কোথায় বসেন?
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বিচারপতি হওয়ার আগে কার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল সেই সূত্র টেনে এনে বিক্ষোভ দেখানো হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে বিচারপতির বিরুদ্ধেও বিক্ষোভ দেখানো হচ্ছে।