এক নজরে

মিরাক্কেলে নতুন রূপ, শ্রীলেখা আউট পাওলি দাম ইন

By admin

August 29, 2020

কলকাতা ব্যুরো : টিভি শো মিরাক্কেল থেকে শ্রীলেখা মিত্র বাদ পড়েছেন। এ খবর এখন চারিদিকে চাউর হয়ে গেছে। তবে এবার জোর খবর, শ্রীলেখার জায়গায় আসছেন পাওলি দাম । আলোচনা চলছিল স্বস্তিকা এবং নুসরতকে নিয়েও।

সূত্র বলছে, রজতাভ দত্ত আর পরান বন্দোপাধ্যায়ের জায়গায়ও নাকি নতুন সিতারা নিয়ে আসছে মিরাক্কেল। মীরাক্কেলের অংশগ্রহণকারীদের ঘষে মেজে একসময় তৈরি করতেন রুদ্রনীল ঘোষ। তিনি বিচারকও ছিলেন। এবার আবারও বিচারক হচ্ছেন রুদ্রনীল। খবর এসেছে অন্য বিচারক নাকি সোহম চক্রবর্তী। তবে রজতাভ আর পরান বন্দোপাধ্যায় বাদ পড়লেন কেন? এখনি সে বিষয় কথা বলছেন না কেউই। মুখে কুলুপ সবার।