এক নজরে

আজ শ্রীভূমির পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

By admin

October 15, 2020

কলকাতা ব্যুরো : আজ শ্রীভূমির স্পোর্টিং এর পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই শ্রীভূমি স্পোর্টিং এর পুজোয় চমক থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। কখনো হীরের সাজে কখনো বা সোনার গয়নায় দেবীকে সাজানো হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। অঙ্গে অঙ্গে থাকে আভরণ। সোনার আবরণে ইতিমধ্যেই সেজে উঠেছে শ্রীভূমির দুর্গা প্রতিমা। কোভিড বিধি মেনে আজ ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

জায়েন্ট স্ক্রিন এর ব্যবস্থাও আছে। ভেতরে যাতে বেশি লোক না হয় সেজন্য এই জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনের জন্য প্রস্তুতি এখন তুঙ্গে। সাজগোজ সমস্ত সেরে ফেলা হয়েছে। সকালে দমকল মন্ত্রী সুজিত ঘোষ এসে নিজের হাতে মায়ের কিছু গহনা পরিয়ে দেবীকে অপূর্ব সাজে সজ্জিত করেছেন।