এক নজরে

মার্চ এপ্রিলে রাশিয়া সহ সব টিকাই ভারতে এসে যাবার সম্ভবনা

By admin

November 28, 2020

কলকাতা ব্যুরো : প্রতিবছর ১০ কোটি স্পুটনিক’ ভি ভারতে বানাবে রাশিয়া। তাদের বানানো টিকা এদেশে উৎপাদনের জন্য ওষুধ সংস্থা হেটেরোর সঙ্গে চুক্তি হয়েছে। রাশিয়ান ডিরেক্টরেট ইনভেস্টমেন্ট ফান্ডের রাশিয়ার টুইটার অ্যাকাউন্টে এ কথা জানানো হয়েছে।

টিকা বানানোর গবেষণায় আরডিআরএস অর্থ সাহায্য করছে। রাশিয়ার এক টুইট বিবৃতিতে জানানো হয়েছে ভারতে তাদের টিকার উৎপাদনে দেরি হবে না। গোড়ার দিকের কাজ শুরু হয়ে গেছে। ভারতের স্পুটনিক’ টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের কাজ চালাচ্ছে ওষুধ সংস্থা রেড্ডিস ল্যাবরেটরীজ। সংস্থা থেকে জানা গেছে আগামী বছরের মার্চেই ফলাফল জানা যাবে। ফলাফল দেখে আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে ভারতে দেশীয় প্রযুক্তিতে বানানো কো ভেক্সিন বাজারে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ভারতের বাজারে এসে যাবে দেশীয় প্রযুক্তিতে বানানো কো ভ্যাকসিন। এটি আইসিএমআর এর সহযোগিতায় বানাচ্ছে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক। অক্সফোর্ড টিকা ও ওই সময়ের মধ্যে ভারতে আসতে চলেছে বলে জানিয়েছে পুনের সেরাম ইনস্টিটিউট।