এক নজরে

স্পুটনিক ভি নিয়ে ফের জটিলতা

By admin

September 19, 2020

কলকাতা ব্যুরো: রাশিয়ার তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন নিয়ে ফের জটিলতা তৈরি হলো। যাদের ওপর তা প্রয়োগ করা হচ্ছে, প্রতি সাতজনের মধ্যে একজনের দেহে বেশ কিছু উপসর্গ দেখা দিচ্ছে। দৈহিক দুর্বলতা, পেশিতে যন্ত্রনা ছাড়াও মাঝেমধ্যে জ্বর আসছে। এ খবর জানিয়েছেন রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রী মিখাইল মুরাস্ক। তিনি জানান, যদিও কোনো উপসর্গই স্থায়ী হচ্ছে না।

ভারতে আসার কথা রয়েছে ১০ কোটি স্পুটনিক ভি ভ্যাকসিনের। এই পরিস্থিতিতে তাই দুশ্চিন্তা বাড়লো ভারতেরও।