এক নজরে

#SpiceJet : মাঝ আকাশে বিমানে আগুন

By admin

June 19, 2022

কলকাতা ব্যুরো: মাঝ আকাশে বিমানে আগুন লেগে বিপত্তি। বিমান ভেঙে পড়ার আতঙ্কের মধ্যেই পাইলটের তৎপরতায় রক্ষা পেলেন বিমানের ১৮৫ জন যাত্রী। জানা গিয়েছে, স্পাইস জেটের ( Spicejet ) বিমানটি দিল্লি যাচ্ছিল। সেইসময় মাঝ আকাশে আগুন ধরে যায় বিমানে। তখনই চটজলদি অবতরনের সিদ্ধান্ত নেন পাইলট। বিমানের জরুরি অবতরণ করানো হয়ে পাটনা বিমানবন্দরে।

পাটনা থেকে দিল্লিগামী স্পাইস জেটের বিমানটি ১৮৫ জন যাত্রীকে নিয়ে ওড়ার পরই বিপাকে পড়ে। মাঝ আকাশে বিমানে আগুন ধরে যায়। স্পাইজ জেটের এসজি-৭১২ বিমানের ডানায় আগুন লাগে। তা বুঝতে পেরে পাইলট ও কেবিন স্ক্রু সঙ্গে সঙ্গে তা অবতরণের পরিকল্পনা করে। সঙ্গে সঙ্গে পাটনা বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে জরুরি অবতরণ করান।

রবিবার সকালে বিমানে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমান যাত্রীদের মধ্যে। কেবিন স্ক্রু ও পাইলট তৎপরতার সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেই ১৮৫ জনের প্রাণ অক্ষত রইল। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরতে পেরে হাঁফ ছেড়ে বাঁচলেন যাত্রীরা। বিমানের পাইলট ও কেবিন স্ক্রও নিশ্চিন্ত হলেন অতগুলি প্রাণ বাঁচিয়ে।

বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হতাহতের কোনও খবর নেই। বিমানটির ক্ষয়ক্ষতি হয়েছে সামান্য। পাটনায় জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে অবতরণ করার পর জানা যায় সবাই নিরাপদে রয়েছেন। স্থানীয়রা প্রথম আগুন দখতে পান। তা জানানো হয় বিমানবন্দরে। তারপরই পাইলট ও কেবিন স্ক্রু-দের জানানো হয়। তাঁরা চটজলদি বিমানটি অবতরণ করান।

দিল্লিগামী স্পাইস জেটের বিমান এই অগ্নিকাণ্ডের পর পাটনার জেলাশসাক চন্দ্রশেখর সিং জানান, বিমানটি নিরাপদে অতরণ করেছে, প্রত্যেক যাত্রী সুরক্ষিত রয়েছেন। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ একটি কমিটি গড়েছে বিমানে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে।

ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, বিমান পাখির ঝাপটা থেকে আগুন লাগতে পারে। বিমানটির ডানার সঙ্গে পাখির ঝাপটা লেগেছিল কি না, বা কোনও অস্বাভাবিক কিছু পাইলট লক্ষ্য করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সম্ভবত পাখির ধাক্কা লেগেই এই বিপত্তি ঘটতে পরে বলে মনে করা হচ্ছে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে পরস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করা হয়। পাইলট বিশেষ তৎপরতা দেখান। ফলে এ যাত্রায় রক্ষা পান বিমানযাত্রী-সহ ১৮৫ জনের প্রাণ।