কলকাতা ব্যুরো: করোনা সংক্রমণের আশঙ্কায় মহরমের শোভাযাত্রার অনুমতি দিলো মা সুপ্রিম কোর্ট। পুরীর রথযাত্রার অনুমতি দেওয়ার প্রসঙ্গ ওঠে উল্টোদিক থেকে। প্রধান বিচারপতি শরদ এ বোবদের বেঞ্চ জানিয়ে দেয় দুটি ঘটনার মধ্যে কোনো মিল নেই। সেখানে একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট লোক সংখ্যা বেঁধে এই অনুমতি দেওয়া হয়েছিল। আর মাহরমের ক্ষেত্রে সারা দেশের জন্য শোভাযাত্রার অনুমতি চাওয়া হয়েছে।করোনার কমিউনিটি স্প্রেড করার সেক্ষেত্রে সুযোগ অনেক বেশি। কোর্ট মনে করিয়ে দেয় তামিলনাড়ুর গণেশ উৎসবের অনুমতি সেই কারণেই দেওয়া হয়নি।এবার উঠে আসে ডাডার ও বাইকুল্লার কিছু জৈন মন্দিদের পুজোর অনুমতি দেওয়া প্রসঙ্গ। আদালত জানিয়ে দেয়, সেখানেও মহারাষ্ট্র সরকার ও কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়েছে।কিন্তু সারা দেশে মহরমের শোভাযাত্রার জন্য সাধারণভাবে অনুমতি সুপ্রিম কোর্ট বর্তমান পরিস্থিতিতে দিয়ে পারে না বলে জানিয়ে দেয় বেঞ্চ।