কলকাতা ব্যুরো: রাজ্য পুলিশের ডিজি জগমোহনকে তার পথ থেকে সরিয়ে দেওয়ার পর এবার কার পালা তা নিয়ে এখন জল্পনা রাজ্যের প্রশাসনিক মহলে। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে কমিশন সরিয়ে দিয়েছিল এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামীমকে। আর মঙ্গলবার সন্ধ্যায় সরিয়ে দেওয়া হলো ডিজিকে। তার জায়গায় এলেন পি নীরজনয়ন পান্ডে। একসময় যিনি তৃণমূল সরকারের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। এমনকি তাকেই প্রথম বিশেষ পদ দিয়ে ভবানী ভবন থেকে নবান্নে নিয়ে গিয়েছিল মমতার সরকার। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে তার ওপর আস্থা হারায় তৃণমূল। তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল সিভিল ডিফেন্স এর দায়িত্বে। বর্তমানে অবশ্য তিনি ডিজি প্রশাসন বদ কর্মরত ছিলেন।
ডিজি বদলির পর এবার আর কাদের বললি করবে কমিশন তা নিয়েই এখন তুমুল জল্পনা চলছে। প্রশাসনের একাংশের ধারণা কমিশন যে কোনদিন বদলি করতে পারে রাজ্যের পুলিশ পরামর্শদাতা সুরজিৎ কর পুরকায়স্থকে। এমনকি তাকে বদলি করলে রাজ্যে রাখবে, নাকি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তাকে কমিশন যুক্ত করে দেবে, তা নিয়েও জল্পনা চলছে। কেননা রাজ্য পুলিশে সুরজিৎ কর পুরকায়স্থ, তৃণমূল সরকারের অন্যতম আস্থাভাজন হিসেবেই পুলিশ মহলে পরিচিত। তাই নিরপেক্ষ নির্বাচনের স্বার্থের কারণ দেখিয়ে তাকে বদলি করলে, এখন আর তা অবাক হওয়ার মত কিছু থাকবে না বলেই মনে করছেন বর্ষীয়ান পুলিশ অফিসাররা।
বদলি তালিকায় চলে যেতে পারেন কলকাতার বর্তমান পুলিশ কমিশনার সৌমেন মিত্র। যদিও নির্বাচন ঘোষণার মাত্র কয়েকদিন আগেই বর্তমান রাজ্য সরকার অনুজ শর্মাকে সরিয়ে তার জায়গায় সৌমেন মিত্র কে নিয়ে আসে। আবার গত বিধানসভা নির্বাচনে কমিশন কলকাতা পুলিশ কমিশনার করেছিল তাকেই। তাহলে কেন ওই অফিসারকে এখন বদলি করবে কমিশন, সেই প্রশ্ন উঠেছে। অভিজ্ঞ পুলিশ অফিসারদের বক্তব্য, যে সময় কমিশন তাকে বসিয়েছিল আর বর্তমান সময় এক নয়। সময়ের সঙ্গে মানুষের সম্পর্কে নানান রকম ইতিবাচক বা নেতিবাচক ধারণা তৈরীর সুযোগ থাকে।
কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি যেভাবে নিরপেক্ষ, সিনিয়র অফিসারের ব্যাপারে বিভিন্ন মহল থেকে খোঁজ খবর নিচ্ছে, তাতে আরো অনেক অফিসারই বদলি হতে পারেন বলে মনে করছে অভিজ্ঞ মহল।