কলকাতা ব্যুরো: ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। আগামী রবিবার, ২১ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে তৃতীয় টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ। মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। তাই ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করলো কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। মধ্যরাতে খেলা দেখে বাড়ি ফিরতে যাতে কোনও সমস্যায় পড়তে না হয় তাই চালানো হবে বিশেষ মেট্রো পরিষেবা।

রবিবার স্বাভাবিক পরিষেবা ছাড়াও বাড়তি একজোড়া ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে রাত ১০.৩০ মিনিটে। বিশেষ এই এক জোড়া ট্রেন আপ ও ডাউন লাইনের প্রতিটি স্টেশনেই দাঁড়াবে। তবে করোনা পরিস্থিতিতে যেমন বন্ধ রয়েছে কাউন্টার, ওই দিন কাউন্টার খোলা হলেও তা থেকে স্মার্ট কার্ড বিক্রি ও রিচার্জ করা হবে।

জানা যাচ্ছে আপ দক্ষিণেশ্বর যাওয়ার সময় এসপ্ল্যানেড থেকে ট্রেন ছাড়বে রাত ১০.৩০ মিনিটে। ট্রেনটি দক্ষিণেশ্বর পৌঁছবে রাত ১১.০৩ মিনিটে। ঠিক একইভাবে ডাউন অর্থাৎ কবি সুভাষগামী ট্রেন এসপ্ল্যানেড থেকে ছাড়বে রাত ১০.৩০ মিনিটে। ওই ট্রেনটি কবি সুভাষ পৌঁছবে রাত ১১.০৩ মিনিটে।