কলকাতা ব্যুরো: সোমবার থেকে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করছে স্পেন। মাদ্রিদের লাপাজ ইনভারসিটি গোটা পরীক্ষা-নিরীক্ষার তত্ত্বাবধান করছে। ইতিমধ্যেই এই ভ্যাকসিন পরীক্ষার কাজ কর্পোরেশন জনসন এন্ড জনসন শুরু করেছে।

প্রথম ভাগের ট্রায়াল’ আমেরিকায় ও বেলজিয়ামে শুরু হয়েছিল। সেই অর্থে স্পেনে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল’ হচ্ছে। একই সঙ্গে দ্বিতীয় পর্যায়ের হচ্ছে জার্মানি এবং বেলজিয়ামে। স্পেনের তিনটি হসপিটালে এই ট্রায়ালের কাজ চলবে। প্রাথমিকভাবে ১৯০ জন স্বেচ্ছাসেবী কে বেছে নেওয়া হয়েছে এই ট্রায়ালের জন্য। ৫০ জনকে রাখা হয়েছে ১৮ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে। আর ২৫ জনকে নেওয়া হয়েছে ৬৫ বছরের বেশি বয়সের।

লাপাজ ইউনিভার্সিটি হসপিটালের কর্তাদের বক্তব্য, যদি এই পরীক্ষায় সবকিছু ঠিকঠাক হয় তাহলে এই দফার ভ্যাকসিন পরীক্ষা হয় যাবে ২২ সেপ্টেম্বর। আর তৃতীয় দফায় পরীক্ষার পর তা বের হতে পারো ১৬ মাস সময় দিতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version