কলকাতা ব্যুরো: বিজেপি নেতাদের মত ডিপ্লোমেসি নয়, একেবারে সোজাসুজি ও সহজে শুভেন্দু অধিকারী সম্পর্কে নিজের বক্তব্য জানিয়ে দিলেন শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিয়েও এখনো কিছুটা দূরত্ব রেখে চলেছেন সদ্য যোগ দেওয়া দলের সঙ্গে। যদিও তারপরেও তিনি শুভেন্দু নিয়ে কোনো ভনিতা করলেন না। জানিয়ে দিলেন, যে কোন দলই হোক না কেন, যোগ্য মানুষের সম্মান পাওয়া উচিত।


এদিন রাজ্যপাল জগদীপ ধানখারের সঙ্গে সাক্ষাৎ করেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বান্ধবী তথা অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কলকাতার মেয়র অশোভন কথা বলেছেন বলে এদিন রাজ্যপালের কাছে নালিশ জানান শোভন বাবু। বৈশাখী বন্দ্যোপাধ্যায় রাজভবন থেকে বেরিয়ে এসে এ সম্পর্কে মুখ খোলেন।
দীর্ঘদিন কিছুটা পিছনের সারিতে থাকা শোভন চট্টোপাধ্যায় কিন্তু বান্ধবীর অপমানের জবাব দিতে সবরকম ভাবে তার পাশে থাকার বার্তা দিয়েছেন। খোলাখুলিভাবে প্রায় চ্যালেঞ্জ ছুড়ে তিনি জানিয়ে দিয়েছেন, বান্ধবীকে অপমান করে আসলে তাকেই চাপে রাখার চেষ্টা হচ্ছে। কিন্তু তিনি কোন চাপের কাছে নতি স্বীকার করতে নারাজ। প্রয়োজনে সঠিক সময়ে তার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে দিলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের কানন।

Share.
Leave A Reply

Exit mobile version