এক নজরে

ছ’ দিন এনসিবি হেফাজত সৌভিকদের

By admin

September 05, 2020

কলকাতা ব্যুরো: (প্রতীকী ছবি) অবশেষে সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে ছয়দিনের জন্য হেফাজতে নিল নারকটিকস কন্ট্রোল ব্যুরো। শনিবার মুম্বাইয়ের এনসিবি কোর্ট ওই দুজনকে ফের জেরার জন্য তদন্তকারীদের হেফাজতে দেয়।

এদিকে এদিনই আবার এইমসের ফরেনসিক দল নিয়ে বান্দ্রার সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটে যায় সিবিআই এর দল। সিবিআই এর সঙ্গেই সেখানে ছিলেন সুশান্ত সিংয়ের বোন মিতু সিং, সিদ্ধার্থ পিঠানি, নীরাজ সিং বেশ কয়েকজন। মিতু সিং মৃত্যুর আগে পর্যন্ত সুশান্তের সঙ্গেই ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শিরা। এদিন সুশান্তের ফ্ল্যাট এবং আবাসনের ছাদেও তল্লাশি করেন সিবিআইয়ের তদন্তকারীরা। দীর্ঘক্ষন ধরে তারা ঘর এবং ছাদের বিভিন্ন অংশের ছবি তোলেন।

ইতিমধ্যেই সুশান্তের বোন সহ বেশ কয়েকজন বন্ধু ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এদিন ফরেনসিককে নিয়ে নতুন করে বান্দ্রার ফ্ল্যাটে যাওয়ার পর আবার তাদের জিজ্ঞাসাবাদ করে দেখা হতে পারে।

সুশান্ত সিং রাজপুতের বাবা পাটনায় ছেলের মৃত্যুতে রেহা চক্রবর্তী ও তার পরিবারকে অভিযুক্ত করে মামলা দায়েরের পর থেকে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। বিহার ও মহারাষ্ট্রে তরজা চলে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই এই তদন্তের দায়িত্ব নেয়। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে মহারাষ্ট্র সরকার এই তদন্তে সিবিআইকে ঢুকতে দিতে চাইনি বলে অভিযোগ তুললেন এক কেন্দ্রীয় মন্ত্রী।

কেন্দ্রীয় মন্ত্রী আরকেসিং অভিযোগ করেছেন রেহার সঙ্গে বড় একটা প্রভাবশালী মহলের যোগাযোগ রয়েছে। সেই কারণেই সিবিআই তদন্ত আপত্তি করেছিল মহারাষ্ট্র সরকার। বিজেপি মন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় এখন ও অবশ্য শিবসেনার তরফ এ পাল্টা কোন বক্তব্য পাওয়া যায়নি।