কলকাতা ব্যুরো : হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন মহারাজ। সোমবার দুপুরে হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সুস্থ রয়েছেন সৌরভ।তাই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। সম্ভবত আগামী বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। মঙ্গলবার এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।তবে সৌরভের চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁর আরও দু’টি আর্টারিতে ব্লকেজ থাকলেও আপাতত আর অ্যাঞ্জিওপ্লাস্টি হবে না। পরে বসানো হবে আরও দুটি স্টেন্ট।হাসপাতাল সূত্রে খবর, সৌরভের চিকিৎসায় যে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে, সোমবার সকালে সেই বোর্ডের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি ও রমাকান্ত পান্ডে।তাঁদের সঙ্গে কথা বলেই মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সৌরভকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার। মঙ্গলবার সৌরভকে দেখতে কলকাতায় আসছেন দেবী শেঠি। তারপরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।