এক নজরে

Sourav Ganguly: বর্ষশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ

By admin

December 31, 2021

কলকাতা ব্যুরো: করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওমিক্রনের চোখ রাঙানির মধ্যেই ‘দাদা’-র দেহে করোনা থাবা বসানোয় উদ্বেগে ছিলেন ভক্তরা। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু, স্বস্তির খবর, করোনা ভাইরাসের এই নতুন স্ট্রেনে আক্রান্ত নন BCCI সভাপতি। আরও খুশির খবর, বছরের শেষ দিনে বাড়ি ফিরলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। বছরের শেষ দিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। বাড়িতেই আইসোলেশনে থাকবেন দাদা। সেখানেই তাঁর চিকিৎসা হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শরীরে কোভিডের বেশ কিছু উপসর্গ থাকায় তড়িঘড়ি বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসার জন্য তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডে রয়েছেন সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু এবং সৌতিক পণ্ডা। শেষ কোভিড টেস্টেও তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে কেমন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রাতে তাঁর ঘুম হয়েছে। গায়ে হালকা জ্বর রয়েছে। সেক্ষেত্রে বাড়িতে আইসোলেশনে রেখেই কি তাঁর চিকিৎসা করা হবে? এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরে অবশ্য তাঁকে হাসপাতাল থেকে ‘ডিসচার্জ’ করা হয়।

চিকিৎসকরা জানিয়েছিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসায় মোনোকোলান অ্যান্টিবডি ককটেল থেরাপি ব্যবহার করা হয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘সৌরভের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। চলতি বছরের শুরুর দিকেই ওর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল। ফলে পূর্ব সতর্কতার জন্য ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ উল্লেখ্য, সম্প্রতি বিদেশ সফরে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কয়েকবার মুম্বইয়ে গিয়েছিলেন তিনি। দিল্লি এবং মুম্বইয়ে করোনার পাশাপাশি দাপট দেখাচ্ছে ওমিক্রনও। এমনকী, দিল্লি এবং মুম্বইয়ের কয়েকটি ক্লাস্টারে তৃতীয় ঢেউ শুরু হয়েছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।