এক নজরে

ভালো আছেন সৌরভ

By admin

January 03, 2021

কলকাতা ব্যুরো: আজ বেশ ভালই আছেন সৌরভ গাঙ্গুলী। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। কিন্তু তিনি একেবারে স্বাভাবিক রয়েছেন। হালকা ব্রেকফাস্ট করেছেন। একা একা থাকায় বেশ বোর হচ্ছেন। সময় কাটছে না। তাই চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কিছুটা কথা বলে সময় কাটানোর চেষ্টা করছেন।কাল রাতে স্বাভাবিক ঘুমিয়েছেন সৌরভ। এদিন সকালে তার ইসিজি করা হয়েছে। এখন পর্যন্ত স্বাভাবিক ভাবেই সবকিছু রয়েছে। ফলে তাঁর অন্য দুটি ভালভের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে সোমবার আলোচনায় বসবে মেডিকেল বোর্ড।