কলকাতা ব্যুরো: সৌরভ কি এবার রাজনীতির ময়দানে! সরে দাঁড়াতে পারেন ক্রিকেটের কর্তৃত্ব থেকে? বুধবার বিসিসিআই সভাপতির টুইট ঘিরে জল্পনা বাড়ছে। কেউ কেউ দাবি করছেন. বিসিসিআই সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি নাকি রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। এদিন টুইটে সৌরভ লিখেছেন, ১৯৯২ সালে ক্রিকেটের সঙ্গে আমার যাত্রা শুরু হয়, ২০২২ সালে এই যাত্রা ৩০ বছরে পড়েছে। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে বড় কথা, এটা আমাকে আপনাদের সকলের সমর্থন দিয়েছে। আমি প্রত্যেক একক ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই যারা এই যাত্রায় অংশ নিয়েছেন, আমাকে সমর্থন করেছেন এবং আমি আজ যেখানে আছি সেখানে পৌঁছাতে সাহায্য করেছেন। আজ, আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করছি যা আমি মনে করি সম্ভবত অনেক লোককে সাহায্য করবে। আমি আমার জীবনের এই অধ্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আশা করি আপনি, আপনারা সমর্থন অব্যাহত রাখবেন।

তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রহস্যঘেরা টুইটের পর সেই জল্পনা আরও কয়েকগুণ বাড়ালেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি জানিয়ে দেন সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতির পদ থেকে পদত্যাগ করেননি।
যদিও সৌরভ রাজনীতির ময়দানে পা রাখলেও শক খাওয়ার মতো কিছু নেই। বিগত কয়েক বছর ধরেই সেই জল্পনা চলছে। আগেও বিজেপির শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে সৌরভের সুসম্পর্ক নজরে এসেছে। জল্পনাও ছড়িয়েছে অনেক। তবে সৌরভ বাইশ গজকেই বেছে নিয়েছেন সবসময়। কিন্তু সম্প্রতি রাজ্য সফরে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে নৈশভোজ সারতে দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আর তারপর থেকেই জল্পনা আরও জল হাওয়া পেয়েছে। তবে কি সত্যিই এবার রাজনীতির ময়দানে দাদাগিরি করতে দেখা যাবে বাংলার দাদাকে? বুধবারের টুইট যেন সেই জল্পনাকে বেশ খানিকটা উস্কে দিল।