এক নজরে

এবার আইপিএল-এ টিভির রেটিং বেড়েছে ২৭ %: সৌরভ

By admin

October 20, 2020

কলকাতা ব্যুরো: এবার আইপিএল-এ টিভির রেটিং বেড়েছে ২৭ %, যা অতীতে কোনোদিন হয়নি। বুধবার কলকাতা প্রেস ক্লাবে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর একটি বই প্রকাশ করে একথা বলেন সৌরভ গাঙ্গুলি। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বলেন, এটাই প্রমান করছে, মানুষ ঘরে বসে খেলা দেখছে। দেখতে চাইছে। অর্থাৎ মানুষ এই করোনা আতঙ্ককে জয় করে নতুনভাবে বাঁচতে চাইছে। আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে। বিসিসিআই-র প্রেসিডেন্ট বলেন, আইপিএল চালু করার আবেদন নিয়েও অনেকে আমাকে ফোন করেছিলেন।

অশোক ভট্টাচার্যর লেখা বইটিও কোভিড পূর্ব এবং কোভিড উত্তর নগরায়নের ওপর। বইটি প্রকাশ করে অশোক ভট্টাচার্যর দরাজ প্রশংসা করেন সৌরভ। তিনি বলেন, অশোকদার সঙ্গে আমার সম্পর্ক অনেকদিনের। সেই সম্পর্ক ছিল, আছে, থাকবেও। উনি রাজনীতি করলেও, উনি চান না,আমি রাজনীতিতে যুক্ত হই। এটা আগে থেকেই উনি আমাকে বলেছিলেন। আমিও তাই ওনার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের কারণেই এককথায় চলে এসেছি।