এক নজরে

ইটের বদলে…..

By admin

December 21, 2020

কলকাতা ব্যুরো: স্ত্রী সুজাতা তৃণমূলে যোগ দিয়েছেন শুনেই সাংবাদিক বৈঠক ডেকে রীতিমতো কান্না জুড়ে দিলেন। আবেগে ভারী হয়ে এলো তার গলা। ১০ বছরের বিবাহিত জীবনে ছেদ করার কথা জানিয়ে দিলেন সাংবাদিক বৈঠকেই। একসময় তৃণমূল, পরে বিজেপিতে গিয়ে সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রীকে আজ তৃণমূলের দেওয়ান কুনাল ঘোষ, সৌগত রায়রার।

আর ঠিক সেই কথা কানে যেতেই সাংবাদিক বৈঠক ডেকে, সেখান থেকেই স্ত্রীকে সৌমিত্র বার্তা দিলেন বিবাহ বিচ্ছেদের। গত লোকসভা নির্বাচনের আগেই সৌমিত্র খাঁ দলবদল করেন। আদালতের নির্দেশে তার বাঁকুড়া জেলায় ঢোকায় বন্ধ হয়ে যায় এই অবস্থাতেও স্ত্রীকে সামনে রেখেই প্রচার চালান সৌমিত্র এবং জয় পান। আর তারপর থেকেই দুজনের সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। বিজেপির যুব সংগঠনের সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী কে দলে টেনে নিয়ে, বিজেপিকে একটা ছোটখাটো জবাব দিল তৃণমূল। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক নাটক বাংলা দেখলো আজ, সারাদিন, সংবাদমাধ্যমের দৌলতে।