কলকাতা ব্যুরো: বিজেপি রাজ্য সম্পাদক বাপ্পা চাটার্জিকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার আসানসোল পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করে বিজেপি। এই কর্মসূচিতে অংশ নিতে আসানসোলে আসেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বেশ কিছুক্ষণ ধরনা, বিক্ষোভের পর পুলিশ বিজেপি সমর্থকদের সঙ্গে গ্রেপ্তার করে সৌমিত্র খাঁকে। যদিও পরে তাদের মুক্তি দেওয়া হয়।