কলকাতা ব্যুরো: করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার দেহে করোনা জনিত কিছু সমস্যা থাকলেও, আপাতত স্থিতিশীল তিনি।
জানা গিয়েছে, বর্ষীয়ান ওই অভিনেতার প্লাজমা থেরাপি চলছে। চিকিৎসকদের পরামর্শে তাকে দেওয়া হয়েছে কোনভালসেন্ট প্লাজমা। তার চেস্টের সিটি স্ক্যান করা হয়েছে। তবে মস্তিষ্কের এমআরআই করা যায়নি। দিনে বাইরে থেকে তাকে ১০ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে। তার দ্রুত সুস্থতা কামনায় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে তার অগণিত ভক্তরা প্রার্থনা করছেন।

Share.
Leave A Reply

Exit mobile version