কলকাতা ব্যুরো: শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যাযের। তার দ্বিতীয় ডায়ালিসিস ও সফল হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় তাকে দুই ইউনিট রক্ত দিতে হয়েছে। এখন তার রক্তে ইউরিয়া, ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণেই রয়েছে। মস্তিষ্কের স্নায়ুও খানিকটা কাজ করছে। সম্পূর্ণ ভেন্টিলেশনে থাকলেও তিনি চোখ মেলে সাড়া দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে। তার রক্তচাপও স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে।কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত একমাস ধরে প্রবীণ এই অভিনেতা ভর্তি রয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। এখন তিনি করোনা মুক্ত হলেও তার বয়স এবং কো- মর্বিডিটির সমস্যাগুলিই ভাবাচ্ছে চিকিৎসকদের। হাসপাতালের মেডিকেল বোর্ড ছাড়াও রাজ্যের এবং দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যাযের চিকিৎসার জন্য।
Previous Articleকরোনা আবহে পিছিয়ে গেল কলকাতা চলচ্চিত্র উৎসব
Next Article শুক্লা চতুর্দশীতে তারাপীঠে ভক্ত সমাগম
Related Posts
Add A Comment