এক নজরে

আরো খানিকটা ভালো আছেন সৌমিত্র

By admin

October 17, 2020

কলকাতা ব্যুরো: তাঁর অগণিত ভক্ত ও বাংলার সাংস্কৃতিপ্রেমীদের কাছে সুসংবাদ। এখন আরো খানিকটা ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এখনই তাঁকে সঙ্কটমুক্ত বলতে রাজি না হলেও তাঁর শারিরিক অবস্থার উন্নতি খানিকটা স্বস্তিতে রেখেছে চিকিৎসকদেরও।তাঁর ঘুম হচ্ছে। যদিও খানিকটা তন্দ্রাচ্ছন্ন ভাব এখনো রয়েছে। কোভিড-১৯ টেস্টের রিপোর্টও নেগেটিভ এসেছে। গতকাল তাঁর সঙ্গে দেখা করেন তাঁর পুত্র ও কন্যা। তাদের সঙ্গে কথাও বলেন বর্ষীয়ান এই অভিনেতা। তাঁর সোডিয়াম-পটাশিয়াম এর মাত্রাও এখন স্বাভাবিক।এখন তাঁর মিউজিক থেরাপি চলছে। দিনের একটা বড় সময় গান শোনেন বাংলা চলচ্চিত্রের এই প্রবাদপ্রতিম অভিনেতা। তাঁকে রবীন্দ্র সঙ্গীত শোনানো হচ্ছে। এ ছাড়াও তাঁর অভিনীত ছবিগুলোর গান ও শোনানো হচ্ছে তাঁকে। কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর গত কিছুদিন ধরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৪ বছর বয়সী সৌমিত্র।