কলকাতা ব্যুরো: সৌমিত্র চট্টোপাধ্যায়ের সংকট আরো গভীরে। তার অবস্থার আরো অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা শনিবার থেকেই তার অবস্থা কিছুটা খারাপ হচ্ছিল রবিবার সকালেও চিকিৎসায় তিনি কোনো সাড়া দিচ্ছিলেন নাবিকেলের পরেও কার দিক থেকে কোন সারা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা যদিও তারা নিশ্চিত করছেন ব্রেন ডেথ নয়। তার শারীরিক অস্থিরতা আছে।চিকিৎসকরা জানিয়েছেন, তার ব্যাপারে পরিবারকে পুরোটাই ওয়াকিবহাল করা হচ্ছে। তবে এভাবে চললে তার ব্যাপারে আরও কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।