কলকাতা ব্যুরো: চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শনিবার রাতে সদ্য প্রকাশিত বুলেটিনে হাসপাতাল কোন আশার খবর শোনাতে পারেননি চিকিৎসকরা। গত ২৪ ঘন্টা ধরেই তার অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল। শনিবার দুপুর থেকে তা আরও খারাপের দিকে যায়।
তার দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সাড়া দিচ্ছে না বলে বোঝার পরেই, তার পরিবারের লোকজনকে ডেকে পাঠানো হয়। অভিনেতার শারীরিক অবস্থার পরিস্থিতি তাদের জানানো হয়। চিকিৎসকরা বলছেন, যেসব ক্ষেত্রে এই অবস্থায় চিকিৎসায় সাড়া দিতে পারেন, তার সবকিছুই করে চলেছেন চিকিৎসকরা। কিন্তু এখনো পর্যন্ত কোনো আশার আলো দেখা যাচ্ছে না। ফলে তারা এই পরিস্থিতিতে শুধুমাত্র অবস্থার দিকেই নজর রাখছেন। তারা বলছেন, কোনভাবে চিকিৎসায় সামান্য সাড়া দিলে পরবর্তী পদক্ষেপ করা যেতে পারে।
গত চল্লিশ দিন ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু মাঝে কিছুদিন অনেকটাই সুস্থ হওয়ার পর, আবার এখন তার অবস্থা অতিরিক্ত সঙ্কটজনক হয়ে পড়েছে।